হেফাজতে ইসলাম কি হেফাজতে চলে গেল

লিখেছেন লিখেছেন ফুলের গন্ধে ঘুম আসে না ১৭ মে, ২০১৩, ১০:২৮:৫১ সকাল

কোনও নাস্তিকের তো ফাঁসি হলো না।

হেফাজতে ইসলাম কি হেফাজতে চলে গেল?

পূর্ব পরিস্থিতি বা প্রতিপক্ষ সম্পর্কে মোটুমুটি ধারণাও যদি না থাকে তাহলে কী রকম মূল্য দিতে হয় তা আশা করি হেফাজত বুঝে গেছে। ঈমানী দলের সাথে ঈমানী বল যেমন থাকা দরকার তেমনি ঈমানী জোশের সাথে ঈমানী হুশও থাকা চাই।

কোনটা নিয়ে সেখানে গিয়েছিল হেফাজত?

রাজনিতী আর চার দেয়ালের ভেতরে পাঠ দান যে এক জিনিস নয় তা কি তারা বুঝেছেন? অথচ তারাই তাদের ছেলে-পেলেদের রাজনিতীর জন্য বহিষ্কার পর্যন্ত করেন।

কয়টা হাসপাতাল আছে হেফাজতের? কয়টা এম্বোলেন্স? স্কুল, কলেজ, ভার্সিটি? তাদের আহত কর্মীগুলো নিয়ে তারা কোথায় রাখবে? নিহতগুলো কবর দেওয়া জায়গা কি আছে?

তাহলে কেন এতো ডামাঢোল পিটিয়ে ঢাকা অবরোধের কর্মসূচী? কেন ৬ তারিখ থেকে দেশ চালাবে বলে মিডিয়াতে বিবৃতি দেওয়া হয়েছিল? কেন ভেড়ার পালের মতো সিংহের সামনে গিয়ে হামাগুড়ি দিল হেফাজত? অস্ত্রের মোকাবেলায় যদি অস্ত্রই তুলতে না পার তাহলে রাখ তোমার আন্দোলন। খোদার দ্বীন খোদাই রক্ষা করবেন। খালি হাতে অস্ত্রের মুখে দাঁড়ানোর নাম ঈমান নয়। খোদা কখনও এমন কথা বলেন না।

আজকে ঢাকার রক্তাক্ত প্রান্তরের ইতিহাসের দায়ভার কার ঘাড়ে চাপিয়ে লিখা হবে?

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File